রিভিউ টপিক : আজকের ভ্রমণ গল্পতে আমি মুলত এনা ট্রান্সপোর্ট নন-এসি বাস ভ্রমণ করে ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়ার জার্নি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। আমার এই রিভিউটি আপ্লোড করা হয়েছে jounykothabd.com ওয়েবসাইটে এবং এইটা বাস জার্নি রিভিউ - ০৮
ছবি কারিগর - জাহেদুল কবির |
রিভিউ ক্যাটাগরি : বাস ভ্রমণ
রিভিউ নাম্বার : ০৮
বাস কোম্পানীর নাম : এনা ট্রান্সপোর্ট
বাসের রেজিষ্ট্রেশন নাম্বার : ঢাকা মেট্রো ব ১৫-৬৩৩০
ভ্রমণের তারিখ : ২২ই মে ২০২৩
ঢাকা - শ্রীমঙ্গল বাস জার্নি রিভিউ - ০৮
হঠাৎই অফিসের কাজে শ্রীমঙ্গল যেতে হবে, এর আগে সিলেট রোডে বাসে যাওয়া হয়নি, আমার সাথে আরেকজন কলিগ যাবে, তিনি থাকেন আশুলিয়ায়, রাতে জার্নিতে তার সমস্যা, এজন্য সকালে জার্নি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথমে পারাবত ট্রেনে যাওয়ার চিন্তা করলেও কলিগের বাসার দূরত্ব বিবেচনায় ট্রেন মিস হতে পারে ভেবে টঙ্গী/আব্দুল্লাহপুর থেকে বাস ফাইনাল করা হয়।
পরদিন কলিগ সকাল ৬:৩০টার মধ্যে আবদুল্লাহপুর হাজির, কলিগ এনাকে রেকোমেন্ডেশন করলো, এনার কাউন্টাররের যেয়ে দেখি পিছনের দিকে সিট হবে, আমি একটু অন্য অপারেটরের খোঁজ নিতে চাইলাম আশ্চর্য আব্দুল্লাহপুর থেকে শ্রীমঙ্গলের এনা ছাড়া কোনো বাস পেলাম না - এই রিভিউটি আপ্লোড করা হয়েছে journeykothabd.com ওয়েবসাইটে - যাইহোক, আমাদের যেহেতু আর্জেন্ট যাওয়া দরকার ছিল, তাই আর দেরি না করে, এনার মহাখালীর প্রথম ট্রিপ(৬:৪৫) এর টিকেট কাটলাম যেটা আব্দুল্লাহপুর আসবে ৬:৫৫ তে।
আমাদের বাস ২ মিনিট লেটে ৬:৫৭ তে আসলো, বাসের ভিতরে উঠে সিটে যেতেই মন খারাপ হয়ে গেলো,নরমাল কাপড়ের সিট, আর প্রচুর ময়লা ছিল, সিটে হাত দিয়ে বাড়ি দিতেই ধুলা উড়ছিলো।
যাইহোক,আর্জেন্ট যাওয়া লাগবে কিছু করার নাই,৭টার দিকে আমাদের বাস ছাড়লো, টঙ্গীতে জ্যাম আর রাস্তা ২ লেন হওয়ার জন্য ঢাকা থেকে থেকে বের হতে হতেই ৮টার মতো বেজে গেলো, মীরের বাজারের পর রাস্তা খালি পেলেই ডাইভার ভালোই টান দিচ্ছিলো, কিন্তু ২ লেন আর গাড়ির জন্য বেশিক্ষণ স্থায়ী হচ্ছিলো না।
বাস সিট |
টিকেট |
হোটেল বিরতি
এভাবে ৯:৩০ এর দিকে ভৈরবে বাস বিরতি দিলো, বাস থেকে নেমে পাশেই দেখি, আরেকটা এনা বাস দাঁড়িয়ে, সেটাও মৌলভীবাজার যাবে, বাজারের এক যাত্রিকে জিজ্ঞেস করলাম,সে বললো-এটা নাকি ৭টার বাস,মহাখালী থেকে আসছে ৭টার বাস কিভাবে আমাদের আগে আসলো এটাও এক রহস্য। আর এ বাসের সিট সব থাই রেক্সিনের,দেখে মনে আরো খারাপ হলো,মনে মনে বললাম, ৭টার বাসেই আসা দরকার ছিল। সিটও ভালো পেতাম আর সময়ও কম লাগতো।
১৫ মিনিট বিরতি দিয়ে আমাদের বাস ভৈরব থেকে ছাড়লো,এরপর মোটামুটি টেনেই আসছে,১২টা বাজার কয়েক মিনিট আগে আমাদের শ্রীমঙ্গল নামিয়ে দেয়। সিটটা যদি থাই আর রাস্তা যদি ৪ লেন হতো তাহলে আরো ভালো এক্সপ্রেরিয়েন্স হতো - এই রিভিউটি আপ্লোড করা হয়েছে journeykothabd.com ওয়েবসাইটে - সুপারভাইজার ভালো ছিল,অতিরিক্ত পোক নেয় নাই আর ডাইভারও কোনো রাশ ড্রাইভিং করে নাই।
ওভারঅল, জার্নিটা আলহামদুলিল্লাহ এনজয় করছি।
পুরো রিভিউটা মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, রিভিউটা কেমন লাগলো, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।
বাস যাত্রী / রিভিউ লেখকের নাম : Jawadul Kabir , আমাকে ফলো করতে আমার নামের উপর ক্লিক করুন এবং ফেইসবুকে যেয়ে ফলো করে দিন।
রিভিউটি কালেক্ট করা হয়েছে : ফেইসবুক ভিত্তিক গ্রুপ BD BUS LOVER থেকে।
যেকোন প্রয়োজনে আমাকে মেইল করুন - ets2ridoy@gmail.com
0 Comments