এক রোমাঞ্চকর ও ভয়ংকর রাতে হানিফ বাসের ভ্রমণ অভিজ্ঞতা!!

রিভিউ টপিক : আজকের আর্টিকেলটাতে আমি আমার জীবনে ঘটে যাওয়া এক রোমাঞ্চকর ও ভয়ংকর রাতের হানিফ বাসের গল্প আপনাদের সাথে শেয়ার করবো।

ছবি কারিগর - শাফিন ইসলাম সিয়াম

বাসের রেজিষ্ট্রেশন : ঢাকা মেট্রো ব ১৪-৭৪৯৮
বাস কোম্পানির নাম : হানিফ এন্টারপ্রাইজ
জার্নি তারিখ : ২০২০ সালের জানুয়ারী মাসের কোন একদিন


এক "রোমাঞ্চকর" ৭৪৯৮ হানিফের স্টোরি

তো শুরু করা যাক! সম্ভবত, আমার থেকে উইয়ার্ড ৭৪৯৮ ট্যুর আর কেউ দেয় নাই ।

২০২০ এর জানুয়ারি, টিউশন থেকে এসে শীতের রাতের ট্রেন জার্নি করতে মন চাইলো, রাত তখন ১১ বেজে ১০/১৫ মিনিট।


তখনকার রাতের শেষ ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসে (বিনা টিকিটে) রাত ১২:৩০ এ উঠে গেলাম, কারণ টিকেট নাই - গন্তব্য কোথায়? আমি নিজেও জানিনা..... 


রাত ৩টা বাজে, আমি যমুনা সেতু পূর্ব নেমে গেলাম.. উদ্দেশ্য, বাসে ফুড ভিলেজ যাবো.. 


যমুনা নদীর কনকনে হাওয়া গায়ে লাগছে,এর মধ্যে রাস্তার পাশে দাঁড়ালাম। দ্রুত গতিতে বাস ট্রাক সবই চলে যাচ্ছে,ইশারা কেউ পাত্তা ই দিচ্ছে না..
এরপর সাহস করে একটা কাজ করলাম..


পুরোপুরি জনশূন্য হাইওয়ের পাশ ধরে হাঁটা ধরলাম,গন্তব্য টোল প্লাজা! দূরত্ব? ১.৬ কিলোমিটার.. হাঁটলে ২০ মিনিটের মতো লাগবে..
বেশ কিছু বাস-ট্রাক চলছে,কিন্তু মানুষের দেখা নাই.

.
এমন সময় বড় টার্নিং পার হওয়ার পর বাম সাইড থেকে (ডান সাইডে বাস চলে) একটা ট্রাকের ড্রাইভার বললেন,ভাই,আমার ট্রাকের সাইড দিয়ে চলেন,জায়গা ভালো না.. 


তো আমি যতক্ষণ না হেঁটে টোলের কাছাকাছি গেলাম,উনি পাশ দিয়ে ধীরে ধীরে ট্রাক চালালেন..


এরপর আমি টোল প্লাজার কাছে পৌঁছে উনাকে একটা ধন্যবাদ দিলাম..
৪/৫ মিনিট পরই একটা হানিফ এসে দাঁড়ালো, ৭৪৯৮!!


উঠে গেলাম, যা নিবে,নিবে,সেটা পরে দেখা যাবে!


ম্যাপে দেখলাম,ভয়ংকর জ্যাম ফুড ভিলেজ প্লাসের এবং বাইপাস মারার রোডেও!
তবুও কুয়াশায় বাস বাইপাস ধরে সিরাজগঞ্জের অলিগলি ধরে চলতে লাগলো..


ড্রাইভার চাপ দাড়ি এক মধ্যবয়সী লোক.. ড্রাইভিং স্কিল মারাত্মক.. মনে হচ্ছে রাস্তার আইডিয়া তার মাথায় সেভ করে রাখা..


আর বিশ্বাস করেন, ইশারায়ও আমি এ-২ সিট পেয়েছিলাম.. সুপারভাইজার বসে ছিলেন,আমি বলায় উনি পিছনে গেলেন আমাকে এ-২ দিয়ে..


ভরপুর জ্যাম+কুয়াশা - ৪ঘন্টার মতো লাগলো টোল থেকে ফুড ভিলেজ পৌঁছাতে..
এরপর হোটেল বিরতি শেষে যা দেখলাম,তাকে এক কথায় ভাংচুর বলে..


৭:১৮ হোটেল আউট,দিনের বেলার রোডের ছোট গাড়ির চাপ সামলে সামনে "যাকে পেয়েছে তাকেই সাইজ করে" ৯:৩০ মিনিটে রংপুর মডার্ন মোড়!!


[ কিছুটা বানোয়াট লাগতে পারে.. বানানো লাগতে পারে.. আমার যাত্রার "হেঁটে টোলে যাওয়া" "ড্রাইভারের ছবি" "বাসের হোটেলের ছবি" "রংপুর নামার ঠিক আগের ছবি" সবই নিচে দিয়ে দিলাম! ]

 

"রংপুর নামার ঠিক আগের ছবি - বাসের হোটেলের ছবি - রংপুর নামার ঠিক আগের ছবি"

Happy Travelling
Happy Reading 

[ এমন এক দিন পার করে আসছি,নিজের কাছেই অবাক লাগে! ]

পুরো রিভিউটা মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, রিভিউটা কেমন লাগলো, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।

বাস যাত্রী / রিভিউ লেখকের নাম : Robius Sunny Zim , আমাকে ফলো করতে আমার নামের উপর ক্লিক করুন এবং ফেইসবুকে যেয়ে ফলো করে দিন। আমার ইউটিউব চ্যানেলের নাম Travel With Zim , চ্যানেলের নামের উপরে ক্লিক করে - আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেও আমাকে সাপোর্ট করুন।


রিভিউটি কালেক্ট করা হয়েছে : ফেইসবুক ভিত্তিক গ্রুপ Mechanical Maniacs থেকে।

যেকোন প্রয়োজনে আমাকে মেইল করুন - ets2ridoy@gmail.com

Post a Comment

0 Comments