রিভিউ টপিক : আজকের ভ্রমণ গল্পতে আমি মুলত পুরবী পরিবহন কোম্পানির এসি বাস ভ্রমণ করে কক্সবাজার থেকে কেরানিহাট যাওয়ার জার্নি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। আমার এই রিভিউটি আপ্লোড করা হয়েছে journeykothabd.com ওয়েবসাইটে এবং এইটা বাস জার্নি রিভিউ - ১৪
![]() |
ছবি কারিগর - তারেক |
রিভিউ ক্যাটাগরি : বাস ভ্রমণ
রিভিউ নাম্বার : ১৪
বাস কোম্পানীর নাম : পুরবী পরিবহন
বাসের রেজিষ্ট্রেশন নাম্বার : ঢাকা মেট্রো ব ১৪-৪৭৫০ (সাবেক স্টার লাইন)
বাস রুট : কক্সবাজার - চট্টগ্রাম
ভাড়া : ৩০০ ডিস্কাউন্টেড ( নরমাল ভাড়া ৪০০ )
ভ্রমণের তারিখ : ২৬ই অক্টোবর ২০২৩
কক্সবাজার - কেরানিহাট বাস জার্নি রিভিউ - ১৪
( জীবনে প্রথম বার রিভিউ লিখলাম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন )
পুজোর ছুটি তারপর কলেজ জীবন শুরু তার আগে একটা রিফ্রেশমেন্ট দরকার ছিল চিন্তা করতেসিলাম কক্সবাজার এর দিকে যাবো যেই ভাবা সেই কাজ চলে গেলাম কক্সবাজার এ - এই রিভিউটি আপ্লোড করা হয়েছে journeykothabd.com ওয়েবসাইটে - ২ রাত ৩ দিন থাকার পর কক্সবাজার এ প্রচুর বৃষ্টি ছিল তাই বৃষ্টি ভেজা রাস্তা উপভোগ করতে চাইসিলাম।
আসার দিন দুপুরের খাবার খাওয়ার আগে টারমিনালে এসে খুজতেসিলাম কোনটাকে ট্যুর মেট বানানো যায় কারণ যাবো কেরানিহাট - পুরবী কাউন্টারের সামনে দাঁড়ায় ছিলাম বৃষ্টির মধ্য তারপর ওদের কে জিজ্ঞেস করলাম বহরের হট কেক ৮৪৩৪/৮৪৩৫ এর ট্রিপ আছে কিনা - এই রিভিউটি আপ্লোড করা হয়েছে journeykothabd.com ওয়েবসাইটে - তারপর জাহেদ ভাইয়ের আন্তরিকতায় মুগ্ধ হলাম।
উনি জিজ্ঞেস করলো আপনি কি বাস লাভার? আমি বললাম ,হ্যা
উনি জিজ্ঞেস করলো আপনি কি চিটাগং টিম এর? আমি বললাম, জিহ
তারপর উনি লাইন ম্যান কে কল দিলো বল্লো একজন বাস লাভার যাবে এখন কি ৩৪/৩৫ কোনো গাড়ি কক্সবাজার আছে কিনা যদি থাকে তাইলে কারেন্ট ট্রিপে দিয়ে দেওয়া হোক কিন্তু বিধি বাম গাড়ি দুটোয় চিটাগং সাইডে ছিল পরে তারা জানালো ৫ টার পর পাওয়া যাবে।
এদিকে আমার হিসাব ছিল ৩-৪ টার বাস ধরা - সো এইটার পর হাতে অপশন ছিল সৌদিয়া এরো । - এই রিভিউটি আপ্লোড করা হয়েছে journeykothabd.com ওয়েবসাইটে - তারপর গেলাম লাঞ্চ করতে ফাইনালি যখন টারমিনালে এলাম , আসার পর আবার দেখলাম কোন বাসের ভাড়া কত - সৌদিয়া ২৮০ - পুরবী নন এসি ৩০০ - তখন জাহেদ ভাই বল্লো তুমি এসি তে চলে যাও ৪০০ ভাড়া ৩০০ দিবা ১০০ ডিসকাউন্ট আমিও চিন্তা করলাম ডিল টা খারাপ হবে না। তাও আবার এসি এ -২ সিট আমি বললাম ভাই দিয়ে দেন।
এদিকে টিকেট কেটে অপেক্ষা করতে লাগলাম জাহেদ ভাই অনেক চেষ্টা করলো প্যাকেট এসি দেওয়ার তবে উনি পারেন নি সব গাড়ি চিটাগং ছিল।
![]() |
টিকেট এর ছবি |
পরে ৪৭৫০ কে দেখলাম ট্যুরমেট হিসেবে - গাড়ি আসলো ৪ টা ১৫ তে গাড়িতে উঠলাম বুকিং ও ভালো ছিল ২৩ বুকিং । উঠার পর পিক আপ দেখলাম খুব ভালো - গাড়িটার ইঞ্জিন চেইঞ্জড , প্রথমে গাইড সাহেব কে আন প্রফেশনাল মনে হচ্ছিলো তারপর আস্তে আস্তে ভুল ভাংগলো।
![]() |
বাসের ফ্রন্ট ভিউ |
![]() |
বাসের রেয়ার ভিউ |
৪:১৫ তে ছেড়ে ৫ টার দিকে রামু আসলাম গাড়ির পিক আপ এর ফ্যান হয়ে গেলাম আমি, বৃষ্টিতে ভালোই চালাইসে। মাঝে দেখলাম ড্রাইভার হেল্পার কে ধমক দিলেন , এরপর আস্তে আস্তে ৬৫-৭০-৭৫ স্পিড মেইনটেইন করে করে আমরা চকোরিয়া আসলাম, চকোরিয়া আসার আগে গাইড ভাই থেকে ভিডিও করার জন্য অনুমতি নিলাম। উনি সুন্দর ভাবে আমাকে যায়গা করে দিলো।
আমার সাথে অনেক আলাপ গল্প শুরু করে দিয়েছিলো - ড্রাইভার আনকেল উনাকে বল্লো , ওর সাথে এতো কথা কিসের? গাইড সাহেব বললেন, বাস লাভার তো তাই। গাইড ভাইয়ের একটা প্রশ্ন আমার কাছে এখনো রহস্যময় , বাস লাভার রা কি টিকেট কাটে? আমি শুনে অবাক।
এভাবে কিছু ভিডিও নিতে নিতে চলে হোটেল আসলাম মিড ওয়ে ইন এ , সেখানে চা পানি খেয়ে নিজের সিটে বসলাম। ১৫ মিনিটের বিরতি ছিল
তারপর গাড়ি ভালোভাবেই চলসিলো এভাবে আস্তে আস্তে করে লোহাগড়া পার হয়ে চলে আসলাম কেরানিহাট।
কেরানিহাট এসে নামার সময় ড্রাইভার আনকেল বল্লো, এখানেই নেমে যাবা। খুব আন্তরিকতার সাথে বল্লো উনার নাম - মুজিব। ( হোটেল বিরতি তে জিজ্ঞেস করেছিলাম)
ভালোই চালাইসে টপ জিপিএস এ ৮৭ পেয়েছিলাম। বৃষ্টির দিনে পুরান গাড়ি হিসেবে অনেক পাওয়া - বাট বৃষ্টিতে গাড়ি ব্রেক করার সময় পিছলা খাচ্ছিলো , আর গাড়ির কন্ডিশন খুব ভালো - গাইড সাহেব ও খুব আন্তরিক।
বাসের সিট ভালো ছিল তবে হেড পিলো দেওয়া দরকার।আর গাড়িতে পর্যাপ্ত ব্লেংকেট + পানি ছিল না ( ওগুলা থাকলে পুরা জারনি টা অনেক সেরা হতো )
রেটিং
কাউন্টার ম্যানের বিহেভিয়ার : ১০/১০
ড্রাইভার : ১০/৯.৫
গাইড : ১০/৯
স্টাফ : ১০/৮
সিট : ১০/৭
ওভার অল সার্ভিস : ১০/৯ ( শুধু মাত্র ব্ল্যাংকেট আর পানি ছিল না দেখে এই রেটিং দেওয়া)
টপ স্পীড :৮৭ জিপিএস।
ওভারল খুব ভালো একটা জার্নি উপভোগ করলাম - ধন্যবাদ PURABI Paribahan Service কে এতো সুন্দর একটি যাত্রা উপহার দেওয়ার জন্য।
পুরো রিভিউটা মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, রিভিউটা কেমন লাগলো, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।
বাস যাত্রী / রিভিউ লেখকের নাম : Ahatasham Rabi , আমাকে ফলো করতে আমার নামের উপর ক্লিক করুন এবং ফেইসবুকে যেয়ে ফলো করে দিন।
রিভিউটি কালেক্ট করা হয়েছে : ফেইসবুক ভিত্তিক গ্রুপ Bus Lover থেকে।
যেকোন প্রয়োজনে আমাকে মেইল করুন - ets2ridoy@gmail.com
0 Comments