খুলনা - ঢাকা বাস জার্নি | দোলা পরিবহনের মিতসুবিশি ফুসো নন-এসি বাস ভ্রমণ | খুলনা টু ঢাকা | বাস জার্নি রিভিউ - ১৫

রিভিউ টপিক : আজকের ভ্রমণ গল্পতে আমি মুলত দোলা পরিবহনের মিতসুবিশি ফুসো নন-এসি বাস ভ্রমণ করে খুলনা টু ঢাকা যাওয়ার জার্নি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। আমার এই রিভিউটি আপ্লোড করা হয়েছে journeykothabd.com ওয়েবসাইটে এবং এইটা বাস জার্নি রিভিউ - ১৫

ছবি কারিগর - সাদমান সাকিব নিলয়

রিভিউ ক্যাটাগরি : বাস ভ্রমণ
রিভিউ নাম্বার : ১৫
বাস কোম্পানীর নাম : দোলা পরিবহন
বাসের রেজিষ্ট্রেশন নাম্বার : ঢাকা মেট্রো ব ১২-১৬৯১
বাস রুট : খুলনা - ঢাকা
সিট : A1,A2
ভ্রমণের তারিখ : ২৩ই মার্চ ২০২৩

খুলনা - ঢাকা বাস জার্নি রিভিউ - ১৫

রয়েল মোড় থেকে ৪.৫০ এর গাড়ি ছিল।কিন্তু উঠেছিলাম সোনাডাঙা কাউন্টার থেকে। গাড়ি কাউন্টারে ঢুকতেই দেখি প্যাকেট ফুসো।গাড়ির কাছেই যেতেই প্যাকেট প্যাকেট গন্ধে মনটা খুশি হয়ে গেল।

সিট

স্টিয়ারিং
 

গাড়ির ইন্টেরিয়র ছিল চোখে পড়ার মতো একইসাথে ছিল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। সোনাডাঙা কাউন্টারে ৫.০৫ এ গাড়ি পৌছে ৫.১৫ তে যথাসময়ে গাড়ি ছাড়ে।গাড়ির সকল স্টাফের ব্যবহার ছিল আন্তরিক - এই রিভিউটি আপ্লোড করা হয়েছে journeykothabd.com ওয়েবসাইটে - হট সিটে ছিলেন উজ্জল আঙ্কেল।

ফ্রন্ট ভিউ

রেয়ার ভিউ
 

প্যাকেট ফুসো নিয়ে সিল্কি ড্রাইভিংয়ের প্রদর্শনী দেখালেন শুরু থেকেই।চোখের পলকে ৮০-৯০ পর্যন্ত উঠে যাচ্ছে কোনো রকম বাজে শব্দ ছাড়াই।ব্রেকিং-কন্ট্রোলিং একদম মাখখোন।

পুরো রাস্তায় কোনো অপ্রোয়জনীয় ঝুকি না নিয়েই দেখিয়েছেন স্মুথ ড্রাইভিং।খুলনা-ঢাকা মহাসড়ক ক্রুজিং করে ৬.৩৫ এ পৌছাই গোপালগঞ্জ। যেখানে ছিল ১০ মিনিটের নামাযের বিরতিসহ হোটেল ব্রেক।নামাযের বিরতি দেওয়াটা ছিল চমৎকার বিষয়। সুপারভাইজার সাহেব বাবু ভাই যথেষ্ট আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালন করেছেন।

বিরতিতে সে আমাদের জলখাবারের আমন্ত্রণ ফেলেননি।গাড়ি লক না হলেও খুব বেশি গতির ঝড় তুলতে দেখা যাইনি।তার মতে ড্রাইভাররা একটু হিসাব করে চালালেই এই স্পিড লক-ঠক লাগে না। গত কয়েকদিনের ইমাদের রেশ এই রুটের সকল যাত্রী-স্টাফের মধ্যেই কিছুটা লেগে আছে বলে মনে হলো।

সবশেষে ৮.৫০ এর দিকে পোস্তগোলায় ঢুকতেই মারাত্মক জ্যাম খেলাম ভিআইপি মুভমেন্টের কারনে।সব ভালো দিকের মধ্যে একটাই বাজে দিক মনে হয়েছে সেটা হচ্ছে পোক তোলার চেষ্টা - এই রিভিউটি আপ্লোড করা হয়েছে journeykothabd.com ওয়েবসাইটে - হেলপার সাহেব ২ বার চেষ্টা করেও তুলতে পারেননি যাত্রী ৬৫০ টাকা দিয়ে না যেতে চাওয়ার।সবশেষে পোস্তগোলা থেকে গুলিস্তান পর্যন্ত প্রায় দেড় ঘন্টা জ্যাম খেয়ে ১০.১০ এ গুলিস্তান পৌছাই।

রেটিং :

গাড়ির কন্ডিশন : ১০/১০
ড্রাইভিং : ৯.৫/১০
স্টাফ : ৯/১০
ওভারঅল : ৯.৫

বাস যাত্রী / রিভিউ লেখকের নাম : Mohim Biswas Prince , আমাকে ফলো করতে আমার নামের উপর ক্লিক করুন এবং ফেইসবুকে যেয়ে ফলো করে দিন।

রিভিউটি কালেক্ট করা হয়েছে : ফেইসবুক ভিত্তিক গ্রুপ BD Bus Lover থেকে।

যেকোন প্রয়োজনে আমাকে মেইল করুন - ets2ridoy@gmail.com

Post a Comment

0 Comments