নোয়াখালী - ঢাকা বাস জার্নি | হিমাচল এক্সপ্রেস এর ওয়াঞ্জে এসি বাস ভ্রমণ | নোয়াখালী থেকে ঢাকা | বাস জার্নি রিভিউ - ১৬

রিভিউ টপিক : আজকের ভ্রমণ গল্পতে আমি মুলত হিমাচল এক্সপ্রেস কোম্পানির এসি বাস ভ্রমণ করে নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার জার্নি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। আমার এই রিভিউটি আপ্লোড করা হয়েছে journeykothabd.com ওয়েবসাইটে এবং এইটা বাস জার্নি রিভিউ - ১৬

ছবি কারিগর - রিদু

রিভিউ ক্যাটাগরি : বাস ভ্রমণ
রিভিউ নাম্বার : ১৬
বাস কোম্পানীর নাম : হিমাচল এক্সপ্রেস
বাসের রেজিষ্ট্রেশন নাম্বার : ঢাকা মেট্রো - ব ১৪-৮০৮৫
বাস রুট : নোয়াখালী - ঢাকা
ভাড়া : ৫৫০ টাকা
ভ্রমণের তারিখ : ২৭/১০/২৩ ইং

নোয়াখালী - ঢাকা জার্নি রিভিউ - ১৬

ব্যাস্ততার জন্য রিভিউ দেওয়া হয়নি। গত ২৬ তারিখে আমার এক বন্ধুর বাসায় গিয়েছিলাম বেড়াতে। ২৭ তারিখে ব্যাক করার উদ্দেশ্যে নোয়াখালির মাইজদীতে যখন আসি, তখন হিমাচলের 1j AC দেখে আর দেরী করিনি। তো এইবার গাড়ীর বিষয়ে বলা শুরু করি।

গাড়ী ছাড়ে বিকাল ৪:৩০মিনিট প্রায়। টাইম দেখি নাই। গাড়ীর কন্ডিশন ভালোই ছিলো। গাড়ীর সীটগুলোও খুব ভালো। তবে ভিতরের লাইটিং ডিজাইন আমার পছন্দ হয়নি। অতিরিক্ত সাধারণ ডিজাইন মনে হচ্ছিলো। কর্তৃপক্ষ কেউ পোস্টটি পড়লে বিষয়টা বিবেচনা করবেন প্লিজ।

গাড়ীর সুপারভাইজার স্টাফও ভালো ছিলো। বিশেষকরে সুপারভাইজার ভাই খুব মিশুক ও অমায়িক ছিলো। আমি এমনিতে স্পীডি জার্নি পছন্দ করি। সেই হিসাবে ড্রাইভার সাহেব আমায় তেমন সন্তুষ্ট করতে পারেনি।

গাড়ীর গড় গতি ছিলো ৭৫ কি.মি. আর সর্বোচ্চ গতি ছিলো ৮৬। হিনো 1j হিসাবে আমি আরও বেশী আশা করেছিলাম। আরেকটা মজার বিষয় বলি, আমার পেছনে কোন যাত্রী ছিলো নাহ্। সেই সুযোগটা কাজে লাগিয়ে আমি আমার সীটটাকে পুরো স্লীপার সীট বানিয়ে আসছি সারা রাস্তায়।

যাত্রা বিরতির কথা বাদ দিলাম। কারণ ওইসব রেস্টুরেন্টের খাবারের যে দাম সেগুলো আমার বাজেটের বাহিরে। যাইহোক জার্নিটা আলহামদুলিল্লাহ ভালোই ছিলো।

এবার রেটিং দেওয়ার পালা।

গাড়ী : ১০/৯
স্টাফ সুপারভাইজার : ১০/১০
ড্রাইভার : ১০/৮.৫
সবমিলিয়ে : ১০/৯

পুরো রিভিউটা মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, রিভিউটা কেমন লাগলো, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।

বাস যাত্রী / রিভিউ লেখকের নাম : Nur Muhammad , আমাকে ফলো করতে আমার নামের উপর ক্লিক করুন এবং ফেইসবুকে যেয়ে ফলো করে দিন।

রিভিউটি কালেক্ট করা হয়েছে : ফেইসবুক ভিত্তিক গ্রুপ BD BUS LOVER থেকে।

যেকোন প্রয়োজনে আমাকে মেইল করুন - ets2ridoy@gmail.com

Post a Comment

0 Comments