রিভিউ টপিক : আজকের ভ্রমণ গল্পতে আমি মুলত হানিফ এন্টারপ্রাইজ কোম্পানির নন - এসি বাস ভ্রমণ করে চট্টগ্রাম থেকে পঞ্চগড় যাওয়ার জার্নি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। আমার এই রিভিউটি আপ্লোড করা হয়েছে journeykothabd.com ওয়েবসাইটে এবং এইটা বাস জার্নি রিভিউ - ১৯
রিভিউ ক্যাটাগরি : বাস ভ্রমণ
রিভিউ নাম্বার : ১৯
বাস কোম্পানীর নাম : হানিফ এন্টারপ্রাইজ
বাসের রেজিষ্ট্রেশন নাম্বার : ঢাকা মেট্রো ব ১৫-৬৬৬১
বাস রুট : চট্টগ্রাম - পঞ্চগড়
ভ্রমণের তারিখ : ২৫ই নভেম্বর ২০২৩
চট্টগ্রাম - পঞ্চগড় বাস জার্নি রিভিউ - ১৯
প্রথমে হয়তো কেউ বিশ্বাস করতেছেন না যে ১৩ ঘন্টা ৪৫ মিনিটে আদৌ চিটাং থেকে পঞ্চগড় পৌছানো যায় কিনা,যেইখানে ঢাকা থেকেই ১২/১৩ ঘন্টা লাগে,,,ভাইরে ভাই,,আমি নিজেই অবাক,,,কিভাবে সম্ভব আমি জানি না,,বিশ্বাস না হইলে লাস্টে লিংক দিয়ে রাখছি,দেখে আসতে পারেন ভ্লগটি,,,আসলে কি অল্পবয়সী চালক থাকলে অনেক খেলা হয় যা আগে আমার অনেকগুলো ভিডিওতেই দেখেছেন, যার ব্যতিক্রম সেদিনও হয়নি,,এখন আসি আসল কথায়
৫ দিনের ভার্সিটি বন্ধ দিয়েছিল,,,প্রথমে চিন্তা করি বাসায় তথা ঢাকায় যাই,,,কিন্তু হঠাৎ মাথায় ভুত চেপে বসলো এইবার ভিন্ন কিছু ট্রাই করি,,,যা বলার তাই করি,,,,,
পরের দিন সন্ধ্যা ৬:১০ এ বাস আসলো কনেলহাটে দেন ওই বাসটা ৬:২০ এ পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়,,,যাইতে না যাইতে সিটি গেটেই জ্যামে বেশ কিছুক্ষন বসে ছিলাম,,,আর এইভাবেই জ্যাম ছিল ভাটিয়ারী বিএমএ গেট,দারগাহাটি স্কেলের দিকে যা আমাদের অনেক সময় নস্ট হয়,,,আর সেদিন শুক্রবার হবার সত্ত্বেও রাস্তায় প্রচুর ট্রাকের চাপ ছিল একদম ঢাকা পযন্ত,,এই রিভিউটি আপ্লোড করা হয়েছে journeykothabd.com ওয়েবসাইটে,,কিন্তু এ চাপের ভিতরেই আমরা ফেনির আগে কুস্টিয়া-ভেড়ামারার পাগলা শ্যামলী এন আরের বাম্পার ধরেই চট্ট-নীলফামারী-পঞ্চগড় রুটেরই শ্যামলী এন আর কে ওটি দিয়ে ওটির খাতা খুলি,,তবে এর আগে বেশ কিছু সেমি লোকাল ওটি দেই,,,পরে ভেড়ামারার শ্যামলীর পিছু পিছু ফেনির মহিপালে প্রবেশ করি যাত্রী নেবার জন্য মহিপালে ১০ মিনিটের মত দাঁড়িয়ে আবার যাত্রা শুরু,,,কুমিল্লার আগ দিয়ে হানি আর জান্নাতকে ওটি দেই,,,জান্নাত কঠিন টানছিল,,,তারপরেও হানিফ ভাইয়ের কাছে জান্নাত আপুর পাত্তা নাই।
কুমিল্লা হোটেল নূরজাহান থেকে বের হতেই ৪০ মিনিটের উপর সময় চলে যায় গাড়ির চাপের কারনে,,,এরপর শুধুমাত্র এক হানিফ কে ওটি দেয়া ছাড়া আর কাউকে ওটি দেই নি,,,তবে একসাথে শাহ ফতেহ আলী আর গ্রামীনকে পেয়ে আমাদের পাইলট ওটির লোভ সামলাতে না পেরে দুজনকে একত্রে ওটি দিতে গিয়েও মিস হয়,,,আর পরে আমরা যাত্রী তুলতে গিয়ে তাদের হারায় ফেলি।
দাউদকান্দি সেতুতে আধ ঘন্টার জ্যাম পাই,,,ওইখানে রাজশাহীর সেম পেইন্টের বাস ৬৬৫৭ সাথে দেখা,,,পরে দুজনের একই সাথে পথ চলা একদম কফিল পাম্প পযন্ত।
এনা ১৫-৪৭** এর বাম্পার ধরে ঢাকায় যখন প্রবেশ করি তখন ঘড়ির কাটা ১ টা ক্রস করে,,,এরপর ঢাকা শহরের ভিতরেই কাওরান বাজার এলাকায় চাপাই-চট্ট রুটের দেশ ট্রাভেলস কে ওটি দেই,,,আমিনবাজার ব্রিজের দিকে ১০-১৫ মিনিটের জ্যাম পাই,,,এরপর দুইটার আগে কফিলে ঢুকি
কফিল থেকে বের হবার পর বাসের জোশ আরো বেড়ে যায়,,,নবীনগরের আগে পাগলা শ্যামলী আর যমুনা লাইনকে জোড়া ওটি,,,চন্দ্রা ক্রস করবার পর আবার সেই চট্ট-পঞ্চগড়ের শ্যামলীকে ওটি দেই,,, মজার বিষয় হলো কোথা থেকে নওগা-চট্ট রুটের হানিফ ১৫-৭৯** ভুতের মতো এন্ট্রি করে আমাদের ওটি দেয়,,,পরে তার বাম্পার ধরে সাগরিকা কে ওটি দেই,,,,এই রিভিউটি আপ্লোড করা হয়েছে journeykothabd.com ওয়েবসাইটে,,,ওই হানিফের সামনে আবার আরেক পাগলা শ্যামলী এন আর ছিল,,,ফলে দুই হানিফ আর শ্যামলীর কঠিন লড়াই জমে উঠে,,,একটা সময়ে নওগার হানিফ ইচ্ছা করে ছেড়ে দেয় আর ওই পাগলা শ্যামলী এলেংগায় স্লো করে,,,পরে যমুনা সেতুর টোল প্লাজায় দুই হানিফের স্টাফরা অনেক মজা করে।
যমুনা সেতুর টোল দিয়েই আরেক শ্যামলীকে পিক আপেই খেয়ে দেই,,,সেতু ক্রস করবার পর আবার সেই দেশ ট্রাভেলস আর শ্যামলী এন আর ওটি দেই,,,সামনে হাটিকুমরুল এ জ্যাম ছিল বিধায় আমাদের বাসটি সিরাজগঞ্জ বাইপাস হয়ে চান্দাইকোনায় উঠে।
চান্দাইকোনায় উঠার পর ঢাকা-রংপুর রুটের পাগলা শ্যামলীর বাম্পার ধরে বগুড়ায় প্রবেশ,,,পরে আবার সেই শ্যামলী বামে স্লো করে বগুড়া ক্রস করবার পর রংপুর পযন্ত ২ টা শ্যামলী এন আর আর ১ টা এস পি কে ওটি দেই,,,যার ভিতরে দুটাই ঢাকা থেকে ছেড়ে আসা গাড়ি,,,মডানের কাছে সিলেটের ইউনাইটেড কে ওটি দেই।
আমার ট্যুরমেট |
আমার ট্যুরমেট |
আমি |
পঞ্চগড় বাস টার্মিনালে |
৭ টার আগে রংপুরে ঢুকি,,,চেকপোস্টে ৫ মিনিট স্টে করার পর আবার পথচলা শুরু,,,আর এইভাবেই পাগলাপীর-সৈয়দপুর-রানীরবন্দর-চিরিরবন্দর-দশমাইল-বীরগঞ্জ-ঠাকুরগাও-ভুল্লি-বোদা হয়ে পঞ্চগড়ে বাস ঢুকায় ঠিক ১০ টা ০৫ মিনিটে,,,এই রিভিউটি আপ্লোড করা হয়েছে journeykothabd.com ওয়েবসাইটে,,,,এর ভিতরে বি আর টি সি এসি(বরিশাল-পঞ্চগড়) কে বীরগঞ্জে ওটি দেই আর এনা কে ঠাকুরগাঁও এর আগ দিয়ে অনেক কস্টে ওটি দেয়।
ওটি লিস্ট:
৮ পিস শ্যামলী(এস পি + এন আর)
২ পিস হানিফ
২ পিস দেশ ট্রাভেলস
১ পিস এনা
অসংখ্য লং রুটের সেমি লোকাল
মন্তব্য:
ড্রাইভিং এক কথায় পুরাই অসাধারণ,,, গাড়ি যে এত্তো টানতাছে ভিতরে কাউকে বুঝতে দেয় নাই,,,অসাধারণ কন্ট্রোলিং,,,কোনো প্রকার রিস্ক নিতে দেখিনি,,,স্টাফরা যথেস্ট হেল্পফুল ছিল,,,তবে বাসের খুব বেশি একটা যত্ন নেয়া হয় না মনে হইলো,,,হয়তো সময়ই পায় না,,যেহেতু দেশের দীর্ঘ লং রুটের গাড়ি বলে..
রেটিং:
ড্রাইভিং :১০/১০
সার্ভিস:০৮/১০
আপনারা চাইলে আমার ট্রাভেল ভিডিওটি দেখে আসতে পারেন,,, আমি লিংক দিয়ে দিচ্ছি
https://youtu.be/viFXkaI9mf8
পুরো রিভিউটা মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, রিভিউটা কেমন লাগলো, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।
বাস যাত্রী / রিভিউ লেখকের নাম : Sadman Classic , আমাকে ফলো করতে আমার নামের উপর ক্লিক করুন এবং ফেইসবুকে যেয়ে ফলো করে দিন।
রিভিউটি কালেক্ট করা হয়েছে : ফেইসবুক ভিত্তিক গ্রুপ HANIF Lover BD থেকে।
যেকোন প্রয়োজনে আমাকে মেইল করুন - ets2ridoy@gmail.com
0 Comments