রিভিউ টপিক : আজকের ভ্রমণ গল্পতে আমি মুলত এনা ট্রান্সপোর্টের হুন্দাই এসি বাস ভ্রমণ করে সিলেট থেকে ঢাকা যাওয়ার জার্নি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। আমার এই রিভিউটি আপ্লোড করা হয়েছে journeykothabd.com ওয়েবসাইটে এবং এইটা বাস জার্নি রিভিউ - ২০
ছবি কারিগর -এহসানুল ইসলাম ও আব্দুল্লাহ আল জুবায়ের |
রিভিউ ক্যাটাগরি : বাস ভ্রমণ
রিভিউ নাম্বার : ২০
বাস কোম্পানীর নাম : এনা ট্রান্সপোর্ট
বাসের রেজিষ্ট্রেশন নাম্বার : ঢাকা মেট্রো ব ১৫-০৩১৪
বাস রুট : ঢাকা - সিলেট
ভাড়া : ১৫০০ করে
ড্রাইভার : আলী উস্তাদ
ভ্রমণের তারিখ : ১৪ই ডিসেম্বর ২০২৩
সিলেট - ঢাকা বাস জার্নি রিভিউ - ২০
বাসের সিট |
বাসের ইন্টেরিয়র ভিউ |
বাসের ড্যাসবোর্ড |
গতকাল রাতের টুরমেট ছিলো এই বাস। আমাদের বাস বিকাল ৫:১০ এ ছিলো। বাস ঠিক সময়েই ছাড়ে। গতকাল বৃহস্পতিবার থাকায় রাস্তায় প্রচুর জ্যাম ছিলো। বাসের মোট যাত্রী ছিল ১৫ জন। হুমায়ূন চত্বর থেকে প্যাসেঞ্জার নিয়ে উস্তাদ টান দিলেন। উস্তাদ ৫০-৬০ বছরের ছিলেন। N2 এর রাস্তার অবস্থা ভয়াবহ। লালাবাজার এসে দেখি অনেক বড় জ্যাম।
জ্যাম টা গোয়ালবাজার পর্যন্ত ছিল। শেরপুর আসতে আসতে ১ ঘন্টা ৪০ মিনিট লাগে। আউশকান্দি পর্যন্ত জ্যাম ছিলো না। আউশকান্দি থেকে শেষ প্যাসেঞ্জার নিয়ে উস্তাদ আবার টান দেন। এরপর আবার অনেক লম্বা জ্যাম। হবিগঞ্জ এর মাধবপুর পর্যন্ত প্রচুর জ্যাম ছিলো। তারপর একে একে সরাইল, শাহবাজপুর আর বিশ্বরোড ক্রস করে আশুগঞ্জের হোটেল রাজমণি তে ২০ মিনিটের ব্রেক পাই।তখন বাজে রাত ৯:৩০ টা।
রাত ৯:৫৫ তে আমরা হোটেল ত্যাগ করি। তারপর একেবারে ঘোড়াশাল পর্যন্ত কোনো জ্যাম ছিলনা। কালীগঞ্জ এ এসে অনেক বড় জ্যাম এ পরি। টঙ্গী পর্যন্ত আসতে আমাদের ১ ঘণ্টার মতো লাগে। একেবারে আবদুল্লাহপুর পর্যন্ত জ্যাম ছিলো।
শেষমেশ, রাত ১:১৫ এ আমরা last স্টপেজ মহাখালী তে নেমে যাই। বসতে বসতে পুরাই tired হয়ে গেসিলাম। শেষমেশ, বাস এর কন্ডিশন মুটামুটি ছিলো, হালকা কেবিন নয়েস ছিল। সিট আরামদায়ক ছিলো। স্টাফ দের behaviour অনেক ভালো ছিলো। ড্রাইভার আঙ্কেল এর ড্রাইভিং ও ভালো ছিলো, ৭০ এর আশেপাশে চালান। সব মিলিয়ে tired লাগলেও খারাপ লাগেনি।
পুরো রিভিউটা মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, রিভিউটা কেমন লাগলো, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।
বাস যাত্রী / রিভিউ লেখকের নাম : Ahnaf Bin Anis Khan , আমাকে ফলো করতে আমার নামের উপর ক্লিক করুন এবং ফেইসবুকে যেয়ে ফলো করে দিন।
রিভিউটি কালেক্ট করা হয়েছে : ফেইসবুক ভিত্তিক গ্রুপ Bus Lover থেকে।
যেকোন প্রয়োজনে আমাকে মেইল করুন - ets2ridoy@gmail.com
0 Comments