রিভিউ টপিক : আজকের ভ্রমণ গল্পতে আমি মুলত এনা ট্রান্সপোর্টের হুন্দাই এসি বাস ভ্রমণ করে ঢাকা থেকে সিলেট যাওয়ার জার্নি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। আমার এই রিভিউটি আপ্লোড করা হয়েছে journeykothabd.com ওয়েবসাইটে এবং এইটা বাস জার্নি রিভিউ - ২১
ছবি কারিগর - রাহিদ রিয়াদুল ইসলাম |
রিভিউ ক্যাটাগরি : বাস ভ্রমণ
রিভিউ নাম্বার : ২১
বাস কোম্পানীর নাম : এনা ট্রান্সপোর্ট
বাসের রেজিষ্ট্রেশন নাম্বার : ঢাকা মেট্রো ব ১৫-৩৪৯১
বাস রুট : ঢাকা - সিলেট
ভাড়া : ১৫০০ করে
সিট : A2,A3
ভ্রমণের তারিখ : ১৮ই ডিসেম্বর ২০২৩
ঢাকা - সিলেট বাস জার্নি রিভিউ - ২১
বাসের ইন্টেরিয়র ভিউ |
বাসের সিট |
বাসের ড্যাসবোর্ড |
গতকাল এই বাস টা আমার টুর্মেট ছিলো। বাস ছাড়ার সময় ছিলো রাত ১১:৪৫ এ । বাস ঠিক সময়েই মহাখালী এসি কাউন্টার থেকে ছেড়ে গেলো। এয়ারপোর্ট থেকে শেষ প্যাসেঞ্জার নিয়ে উস্তাদ টান দেন। বাস এ মোট যাত্রী ছিলো ২৪ জন। ড্রাইভার আঙ্কেল এর নাম ছিলো কালাম, গাইড ভাই এর নাম ছিলো রাসেল। ঢাকার ভিতর রাস্তা বেশ ফাঁকা ছিলো। বেশ জলদি আমরা ঘোড়াশাল পৌঁছে যাই। N2 মুটামুটি ফাঁকা ছিলো। ড্রাইভার আঙ্কেল ভালোই টানেন। N2 এ ভালোই কুয়াশা ছিলো।
রাত ১:৪৫ এ আমরা ব্রাহ্মণবাড়ীয়া এর আশুগঞ্জ এ অবস্থিত হোটেল রাজমণিতে ২০ মিনিটের ব্রেক পাই। বাস রাত ২:১০ এ হোটেল ত্যাগ করে। তারপর ড্রাইভার আঙ্কেল একেবারে ৯০তে ধরে সিলেট এর দিকে এগোতে থাকেন। শাহবাজপুর এর এদিকে একটু ট্রাক এর চাপ ছিলো। তাছাড়া, বাস এর চাপ ও ছিলো তবে ট্রাক এর তুলনায় কম। N2 এর বেশিরভাগ রাস্তা ভাঙা তার উপর বাস এ cabin noise ছিলো। শেষে, রাত ৪:২০ এ আমরা সিলেট শহর ঢুকে পড়ি আর লাস্ট স্টোপেজ কদমতলীতে নেমে যাই। বেশ ভালোই জার্নি করলাম।
শেষমেশ, স্টাফদের behaviour সব সময়ের মতোই ভালো ছিলো। ড্রাইভার আঙ্কেল বেশ মজার মানুষ, প্রচুর গল্প করতে পারেন। উনার চালানো অনেক ভালো লাগল, পুরো রাস্তা ৮০-৯০ এ চালান। বাস এর একটা জিনিস ভালো লাগেনই, তা হলো cabin noise, ভালোই শব্দ হয়। তা ছাড়া সব ঠিক ছিলো, সিট ও ভালো ছিলো। বেশ আরামদায়ক জার্নি করলাম।
পুরো রিভিউটা মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, রিভিউটা কেমন লাগলো, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।
বাস যাত্রী / রিভিউ লেখকের নাম : Ahnaf Bin Anis Khan , আমাকে ফলো করতে আমার নামের উপর ক্লিক করুন এবং ফেইসবুকে যেয়ে ফলো করে দিন।
রিভিউটি কালেক্ট করা হয়েছে : ফেইসবুক ভিত্তিক গ্রুপ Bus Lover থেকে।
যেকোন প্রয়োজনে আমাকে মেইল করুন - ets2ridoy@gmail.com
রিভিউটি কালেক্ট করা হয়েছে : ফেইসবুক ভিত্তিক গ্রুপ Bus Lover থেকে।
যেকোন প্রয়োজনে আমাকে মেইল করুন - ets2ridoy@gmail.com
0 Comments