ঢাকা - কোলকাতা বাস জার্নি | বিআরটিসি শ্যামলী এন.আর. ট্রাভেলসের ইকোনমি ক্লাস হুন্দাই এসি বাস ভ্রমণ | ঢাকা থেকে কোলকাতা | বাস জার্নি রিভিউ - ২২

রিভিউ টপিক : আজকের ভ্রমণ গল্পতে আমি মুলত শ্যামলী এন.আর. ট্রাভেলসের ইকোনমি ক্লাস হুন্দাই এসি বাস ভ্রমণ করে ঢাকা - কোলকাতা যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। আমার এই রিভিউটি আপ্লোড করা হয়েছে journeykothabd.com ওয়েবসাইটে এবং এইটা বাস জার্নি রিভিউ - ২২

ছবি কারিগর - তরিকুল আলম প্রতিক ও শ্যামলী পরিবহন অফিশিয়াল পেইজ

 

রিভিউ ক্যাটাগরি : বাস ভ্রমণ
রিভিউ নাম্বার : ২২
বাস কোম্পানীর নাম : বিআরটিসি শ্যামলী এন.আর. ট্রাভেলস
বাসের রেজিষ্ট্রেশন নাম্বার : ঢাকা মেট্রো ব ১২-০৪৭
বাস রুট : ঢাকা - কোলকাতা  (ডাইরেক্ট সার্ভিস)
ড্রাইভার: রফিক ভাই
গাইড: রাশেদ ভাই
ভাড়া : ২০০০ করে
সিট : A-3
ভ্রমণের তারিখ : ২০ই ডিসেম্বর ২০২৩

ঢাকা - কোলকাতা বাস জার্নি রিভিউ - ২২

<<< জীবনের প্রথমবার দেশ ছেড়ে অন্য দেশে বাসে করে যাওয়ার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করছি সবার সাথে >>>

২০/১২/২০২৩ তারিখ ঢাকা থেকে কোলকাতা যাওয়ার ট্যুরমেট ছিলো বিআরটিসি শ্যামলী এন.আর. ট্রাভেলসের ইকোনমি ক্লাস হুন্দাই ১২-০৪৭৫ (ডাইরেক্ট সার্ভিস)

আমার সিট ছিলো A-3, ড্রাইভার ছিলেন রফিক ভাই, গাইড ছিলেন রাশেদ ভাই।

বাস টিকেট

ট্যুরমেট এর সাথে আমি - ১

ট্যুরমেট এর সাথে আমি -২

ছাড়ার আগে

বর্ডারে

 

*** রফিক ভাই খুব ভালো ড্রাইভ করেছেন পুরোটা রাস্তা। উনার কন্ট্রোলিং অনেক ভালো ছিলো।

*** গাইড রাশেদ ভাই অনেক আন্তরিক ছিলেন। কিভাবে কিভাবে ইমিগ্রেশন সম্পন্ন করতে হবে দুই দিকের বর্ডারে, খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আমাদের সবাইকে। যারা ট্রাভেল ট্যাক্স ও পোর্ট ফি পরিশোধ করেন নাই, তাদের কাছ থেকে টাকা ও পাসপোর্ট জমা নিয়ে নিজ দায়িত্বে পরিশোধ করেছেন। উনার মাধ্যমে আমরা অনেকে টাকার বিনিময়ে ভারতীয় রুপি নিয়েছি। উনি আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন, পেট্রাপোল বর্ডার পার হয়ে আমাদেরকে ভারতীয় রুপি বুঝিয়ে দিয়েছেন। মানে, মানি এক্সচেঞ্জে যাওয়া লাগেনি আমাদের। গাইডই করে দিয়েছেন এক্সচেঞ্জ।

***  বেনাপোল ও পেট্রাপোল বর্ডারে বাস চেকিং ও আমাদের ইমিগ্রেশন করতে সময় লেগেছে দেড় ঘন্টা। দ্রুতই হয়েছিলো সকল কাজ।

*** বাসের কন্ডিশন বেশ ভালো। কেবিন নয়েজ খুব কম। সাসপেনশন ভালো।  বাসের সিট টা একটু শক্ত তবে খুব বেশি শক্ত না।

সবমিলিয়ে ভালোই একটা জার্নি হয়েছে আমার।

আরেকটা কথা, গাড়ি কখন ছেড়েছে, কখন কোন হোটেলে ব্রেক দিয়েছে, কখন বেনাপোল ঢুকেছে, কখন পেট্রাপোল থেকে বের হয়েছে, কখন কোলকাতায় পৌছেছে, সব কিছু নিচের ছবিতে লিখে দেয়া আছে, (ধন্যবাদ)

টাইমিং

 

পুরো রিভিউটা মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, রিভিউটা কেমন লাগলো, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।

বাস যাত্রী / রিভিউ লেখকের নাম : Tariqul Alam Protik , আমাকে ফলো করতে আমার নামের উপর ক্লিক করুন এবং ফেইসবুকে যেয়ে ফলো করে দিন।

রিভিউটি কালেক্ট করা হয়েছে : ফেইসবুক ভিত্তিক গ্রুপ Mechanical Maniacs থেকে।

যেকোন প্রয়োজনে আমাকে মেইল করুন - ets2ridoy@gmail.com

Post a Comment

0 Comments